আমার মাথার ভেতর বাংলার খরা
-------------------------------------
সারাক্ষণ ভেজা ভেজা থাকত মগজের ভাষা কোষ গুলো... আসলে এতই বৃষ্টি হত যে কখনো মনেই হয়নি অন্য কিছু হতে পারে.
আর এখন? হায়রে খরা... শুকনো খট খটে মাথার ভেতরের ফাকা মাঠ গুলো, আগে কত বাংলা শব্দ খেলা করত ওই মাঠগুলোতে... কী দারুন কোলাহল ছিল... এখন শব্দ খুঁজে পেতে হয়... এদিক ওদিক খুজতে গেলে এখন চোখে পড়ে শুধু ইংরেজি শব্দ... ইদানিং দেখি টুক টাক ফিনিস শব্দও ঘুরে বেড়াচ্ছে... শুধু বাংলার আকাল
হবেই না কেন... এখন তো আর বাংলার বৃষ্টি হয়না আমার ভেতরে... হয়ত কিছু গান.. হঠাত কোনো একটা বই.. এইতো... এত বড় একটা মাঠে এইটুকু তে কী হয়?
কী আর করা.. আবার হয়ত কোনো দিন খরা কেটে শুধু একটানা বাংলা শব্দের বৃষ্টি তে ভাসব..
আশা থাকলো
পোস্টের জন্য আন্তিরিকভাবে ধন্যবাদ, স্যার।এই টপিকটা আমার পছন্দনীয়। আমি আশা রাখি আপনি এই বিষয়ক আরো পোস্ট করে আমাদের উপকৃত করবেন।আমাদের সাইট ভিজিটের আমন্ত্রণ রইল।
ব্রাক ইউনিভার্সিটির ফাল্গুনীর পর্ণ ভিডিও ভাইরাল